মালদা

ইংরেজ বাজারের অমৃতিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দিদিকে বাঁচাতে গিয়ে আহত ভাই

টিউশান পড়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা। সেই সময় সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলো ভাই। ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় কিশোরীর ভাই। দুইজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। ঘটনার পর অভিযুক্ত কৌশিক গুপ্তা ও অনিশ গুপ্তা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই কিশোরীর মায়ের অভিযোগ, কিছুদিন থেকে তাদের প্রতিবেশী কৌশিক গুপ্তাদের সঙ্গে পাঁচ শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এই বিবাদের জেরে তাদের পরিবারের দিকে লাগাতার প্রান নাশের হুমকি দিচ্ছিলো তারা। এদিন রাত্রিবেলা তার মেয়ে টিউশান পরে বাড়ি ফিরছিলো। সেই সময় পথে কৌশিক গুপ্তা ও অনিশ গুপ্তা জোর পূর্বক তাকে মুক চেপে গ্রামের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। কিশোরী বাঁধা দিতে গেলে তাকে মারধর করা হয়। ঘটনা দেখতে পেয়ে ভাই বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা তাদের চিৎকারে ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পক্ষ থেকে কৌশিক গুপ্তা ও অনিশ গুপ্তার নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর দুই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই ঘটনায় ওই কিশোরী অভিযোগ, এদিন সে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। পথে কৌশিক গুপ্তা ও অনিশ গুপ্তা নামে দুই ছেলে তার পথ আটকায়, কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে তাকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি তার ভাই দেখতে পেয়ে বাঁচাতে যায়। তাকেও বেধড়ক মারধড় করা হয়। তাদের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এই ঘটনায় ওই কিশোরীর ভাই জানায়, সে ওই সময় সাইকেল করে বাড়ি ফিরছিল। পথে তার দিদির চিৎকার শুনে সে তাকে বাঁচাতে যায়। যার কারণে দুষ্কৃতিরা তাকে ব্যাপক মারধর করে। এরপর সে চিৎকার করে অঞ্জান হয়ে যায়।

এদিকে এই ঘটনায় ওই কিশোরীর মা জানায়, পাঁচ শতক জায়গা নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে তাদের বিবাদ চলছিল। যার জন্য ওই পরিবার তাদের বরাবরই প্রান নাশের হুমকি দিচ্ছিল। এরই মধ্যে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী কৌশিক গুপ্তা ও অনিশ গুপ্তা। তাই তিনি প্রশাসনের কাছে ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/XvsQYsnPC2k